ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহি রাজিউন
বড়লেখা পৌরসভার ২ নং ওয়ার্ড হাটবন্দ এলাকার মোহাম্মদ শরফ উদ্দিনের পিতা জনাব আব্দুর রাজ্জাক ( মিনই) আজ ১:৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা উত্তর চৌমহনী জামে মসজিদ সংলগ্ন মাটে অনুষ্টিত হবে।
দোয়া করি মহান আল্লাহ মরহুমের পবিত্র আত্তার মাগফেরাত করে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন
